আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আদালত জানায়, ভুল করে আনভীরসহ আরো ১৫ জনের আগাম জামিন আবেদন কার্যতালিকায় এসেছে।
গুলশানে মুনিয়া আত্মহত্যার পর চাউর হয় বিদেশে পালিয়ে গেছেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর। কিন্তু বুধবার হঠাৎ করেই জানা যায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন তিনি। কেটে যায় ধোঁয়াশা।
বৃহস্পতিবার সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা আনভীরের জামিন শুনানি ঘিরে হাইকোর্টে হাজির হন। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ জানিয়ে আগাম জামিনের কোনো শুনানি হবে না।
সকাল ১১ টার আদালত এজলাসে উঠেই আনভীরের জামিন আবেদন বিষয়ে আদালতের নজরে আনা হয়। এসময় আদালত বলেন, তাদের আগাম জামিন শুনানির কোনো এখতিয়ারই নেই। আর তাই তালিকা থেকে মামলাটি বাদ দেন আদালত। এর আগেই প্রধান বিচারপতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ মে পর্যন্ত কোনো আগাম জামিন শুনতে পারবেন না হাইকোর্ট।
এদিকে গুলশান জোনের ডিসি জানিয়েছেন, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী দেশের বাইরে যাননি আনভীর। ঘটনার দিন সিসিটিভির ফুটেজে গুলশানের ফ্ল্যাটে যাওয়ারও কোনো প্রমাণ মেলেনি।
প্রয়োজনে ঘটনা অনুসন্ধানে আসামি আনভীরের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।