‘তুমি থাকলে পাশে’ শিরোনামের একটি গান প্রকাশের মধ্যে দিয়ে বছর শুরু করেছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান। জি-সিরিজের ব্যানারে প্রকাশ পাওয়া এটি ছিল একটি নাটকের গান। এবার একটি গানের অফিসিয়াল মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন এ গায়ক। গানের শিরোনাম ‘যদি একদিন’। গানটিতে ইমরানের সহশিল্পী আতিয়া আনিসা। এর আগে তাদের ‘মেঘের খামে’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছিলো। ‘যদি একদিন’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীত করেছেন ইমরান।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে মডেল হিসেবে কাজ করেছেন খোদ ইমরান ও আনিসা। গতকাল গানটি লেজারভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে ইমরান বলেন, এ গানটি বেশ রোমান্টিক ঘরানার। কথার সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। ভিডিওতে আমি ও আনিসা একসঙ্গে কাজ করেছি। প্রকাশের পর থেকে সাড়া ভালো মিলছে। আমার বিশ্বাস সময়ের সঙ্গে গানটি ভালো অবস্থানে যাবে। গানটি প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ইমরান ভাইয়ার সঙ্গে এর আগেও ‘মেঘের খামে’ গানটি পছন্দ করেছিলেন শ্রোতা-দর্শক। এবার ‘যদি একদিন’ নিয়ে হাজির হলাম আমরা। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।