শিল্প-সাহিত্য ডেস্ক;
দুর্নীতির অন্ধকারে তলিয়েছে মানবতা
হিংস্রতার আগুনে ক্ষত বিক্ষত আইন
ক্ষমতার দাপটে পুড়ছে শুধু মানচিত্র
গনতন্ত্রের আর্ত-চিৎকার বাকরুদ্ধ দেশ।
গনতন্ত্র নষ্টের তালে গড়েছে রাজতন্ত্র
জনতা বোবা কাঁন্না শুধুই মাটি সিক্ত
আসছে ভয়াল গ্রাস হবে তাই সর্বনাশ
রেডি থাকো জনতা হতে হবে একতা।
জুলুম অত্যাচার চারিদিক শুধুই চিৎকার
রাস্তার ধারে ক্ষুধার্ত মানব সারিতে একাকার
মানচিত্র গিলে ফেলার হয়ে উঠছে দানব
রাজনৈতিক দাবানলে রুদ্ধ কন্ঠস্বর।
নামে মাত্র আইন ক্ষমতা গড়া সংবিধান
বুলি ছাড়ে মিথ্যা দাম্ভিকের বাহাদুর
ধ্বংস লীলায় মনুষত্ব নষ্ট সমাজ
ধর্মকে কলুষিত করে সাজছে মহারাজ।
চিৎকার করে কোন লাভ নেই জনতার
চারিদিকে শোষন যন্ত্রণায় চলছে হাহাকার
এভাবে চলছে চলবে নেই কোন গতি আর
থাকতে হবে পড়ে নিস্তব্ধ নীরবতায়।