ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে অভিনয় শুরু করেন। পাশাপাশি গানেও কণ্ঠ দেন। প্রকাশ হয়েছে একাধিক গান। তবে এসব পরিচয়ের কোনোটিতেই এখন তার ব্যস্ততা নেই। কারণ তার হাতে নেই কোনো কাজ।
মূলত ৫ আগস্টের পর থেকেই বেকার তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। সে সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী দাবি করে সেসময় নুসরাত বলেছিলেন, ‘হাসিনার মতো মেয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে দরকার।’
আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়াতে প্রায়ই তাকে বঙ্গভবনে হাসিনার সঙ্গে দেখা যেত। নিতেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও। এদিকে ছাত্র আন্দোলনের সময় তিনি পাড়ি জমান বিদেশে। ছাত্রদের আন্দোলনে তিনি ছিলেন নিরব। শুধু তাই নয়, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিদেশে বসে বিভিন্ন স্বল্পবসনা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন। বেশ খোশ মেজাজে আন্দোলন সময়টা তিনি উপভোগ করেছেন। তাতেই এ ফ্যাসিস্ট সহযোগী অভিনেত্রী বেশ সমালোচিত হন।
কিছুদিন আগে নিরবে দেশে আসেন। বর্তমানে দেশে থাকলেও পাচ্ছেন না কোনো কাজ। তবে নতুন বছরে নতুন করে আবার শুরু করবেন বলে আত্মবিশ্বাসী নুসরাত। চেষ্টা করছেন ফেরার। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে শুটিং শুরু করব। অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শকরা চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এছাড়া তিনটি নতুন গান আসবে নতুন বছর। সবকিছু নতুন বছর থেকে শুরু করব।’
রাজনীতির কারণে তার ক্যারিয়ারে অনেক প্রভাব পড়েছে। তবে এ পরিস্থিতি হবে তা এই অভিনেত্রী হয়তো বুঝতেও পারেননি।
#যুগান্তর