জুলাই আন্দোলনে শেরপুর জেলার শহীদ ছাত্র জনতার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
চলছে পবিত্র মাহে রমজান মাস। এ মাসে রমজানের ইফতার সামগ্রী এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেবাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শেরপুর জেলা শাখা।
জানাযায়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ মাহবুব ইসলাম, শহীদ বকুল ও শহীদ আশাদুল্লাহর পরিবারের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম। এসময় শহীদের সম্মানিত পরিবারবর্গের কাছে ইফতার উপহার তুলে দেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সাথে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলার মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: মনিবুল ইসলাম, সংগঠক নাহিম আহম্মেদ নিলয় ও সদর উপজেলার আহবায়ক আশিকুর রহমান আশিক।