ছালেহা বেগম (৩৮) তার স্বামী মোসলেমকে নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। কেন্দ্রে ১২টি মহিলা বুথের এক নম্বর বুথে ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে।
ভোট দিতে না পেরে ছালেহা বেগম আক্ষেপ নিয়ে বলেন, ‘আমার ভোট দিল কে? আমার ভোট দিল কে? আমি এখন কেন্দ্রে আসছি। আমি ভোট দিয়েই বাড়ি যাবো।’
এদিকে অন্য কেউ ছালেহা বেগমের ভোট দিয়ে গেছেন বলে স্বীকার করেছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন, নারীদের বোরকার নিকাব না খোলার কারণে এ ভুলটি হয়েছে। তার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছেন। পরে আমরা উনাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।
তিনি আরও বলেন, কেন্দ্রে নারী ভোটার রয়েছেন এক হাজর ৯৮৪ জন। প্রায় অর্ধেক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।