সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা বেশ সরব। স্পষ্টবক্তা এবং ঠোঁটকাটা হিসেবে তার বেশ নাম। এ কারণে অবশ্য প্রায়ই বিতর্কের মুখে পড়তে হয়ে শ্রীলেখাকে। এ অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে কুরুচিকর সংবাদ প্রকাশ করা হয়। ভিত্তিহীন এসব খবরে বেশ চটেছেন শ্রীলেখা।
যারা ভুয়া খবর প্রচার করে তাদের বিরুদ্ধে শ্রীলেখার হুংকার, ‘আমার থেকে সাবধানে থাকুন’। একটি খবরের লিংক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এ রকম কথা কেউ কখনো বলতে পারে? বন্ধুগণ আমি কি নরখাদ হয়ে গেছি। আর পারি না এসব পোর্টালগুলোকে নিয়ে। ওয়ার্নিং দিচ্ছি যে বা যারা এই ধরনের পোস্ট করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন সব নোট করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে যথাসময়ে। আমার থেকে সাবধানে থাকুন।’
টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার দীর্ঘদিনের অভিনয় জীবনে পেয়েছেন অনেক সম্মাননা। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি সম্মাননা পুরস্কার। তেলঙ্গনা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ‘আয়না’ ২০২১ এ ‘নির্ভয়া’ সিনেমার জন্য বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেসের (পপুলার) পুরস্কার পেলেন তিনি।
যখন কেউ কোনো কাজ করে আবার সেই কাজের জন্য পুরস্কার লাভ করে সেটার আনন্দ ভিন্ন মাত্রা এনে দেয় কাজ করার প্রতি। টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও ব্যতিক্রম নন। ‘নির্ভয়া’ সিনেমার জন্য পাওয়া পুরস্কার এবং সার্টিফিকেটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই খুশির মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীলেখা।
ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘উইনিং ইজ অলওয়েজ আ হাই’। তেলঙ্গনা ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ এবং ‘নির্ভয়া’ টিমের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
‘নির্ভয়া’ সিনেমার তৈরি করা হয়েছিলো দিল্লির নৃশংস এক ধর্ষণকাণ্ডের ওপর। ভারতে ওই ধর্ষিতা মেয়ের নাম দিয়েছিল ‘নির্ভয়া’। শ্রীলেখা ছাড়াও হিয়া দে, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চ্যাটার্জি, সব্যসাচী চ্যাটার্জির মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমা।