ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক কিশোর বাসা থেকে নিরুদ্দেশের পর নিজেই বাসায় ফিরে এসেছে। তার নাম তাহসিন মজুমদার। ১৩ বছর বয়সী এই কিশোর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনে পড়ে।

সোমবার ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি চিরকুটে ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’ লিখে যায়।

এ ঘটনায় নিরুদ্দেশ হওয়া কিশোরের ব্যবসায়ী বাবা নুরুজ্জামান স্বপন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৩৭৫) দায়ের করেন। তাকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। পরে সে বিকেলে নিজেই বাসায় ফিরে আসে।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, ‘ছেলেটি নিখোঁজের পর আমরা তাকে উদ্ধারে সব ধরণের চেষ্টা করছিলাম। সে জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে ঘর ছেড়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছিল। বিষয়টি অন্যান্য সংস্থাকেও জানানো হয়েছিল। কিন্তু বিকেলে সে নিজেই বাসায় ফিরে আসে।’

তাহসিনের মা-বাবার বরাত দিয়ে ওসি বলেন, ছেলেটি অভিমান করে বাসা থেকে বের হয়েছিল।

নিরুদ্দেশ হওয়া কিশোর তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন সাধারণ ডায়েরিতে বলেছেন, তার তৃতীয় ছেলে তাহসিন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্র। সোমবার সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে তাহসিন বাসা থেকে বের হয়ে যায়। তাকে বাসায় না পেয়ে তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে ইংরেজিতে ‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস, টেক গুড কেয়ার অফ মাই মাদার’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102