ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব স্বস্তিকা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন টলিউড নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। সমাজমাধ্যমের পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদ করতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এর মাঝে নানা তির্যক মন্তব্যও ধেয়ে এসেছে তার দিকে। কখনও প্রতিবাদী জমায়েতে আন্দোলনকারীদের সঙ্গে সেলফি তোলার জন্য, কখনও বা আসন্ন ছবি ‘টেক্কা’র প্রচার করায় ট্রোলড হয়েছেন।

বৃহস্পতিবার সমাজমাধ্যমের পোস্টে স্বস্তিকা লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না।’

শ্লেষের সুরেই স্বস্তিকা আর্জি জানিয়েছেন, তার ব্যাপারে পুরনো কোনো তথ্য নতুন ভাবে জানালেও চলবে। তিনি লিখেছেন, ‘কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’

আন্দোলনে গিয়ে সেলফি তোলায় তার ছবি নিয়ে তৈরি কার্টুনও ভাইরাল হয়। তাই খোঁচা দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘খুব অস্থির লাগছে। একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যাসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে। মনে হচ্ছে, আবার একা হয়ে গেলাম।’

তবে এখানেই শেষ নয়। আর একটি পোস্ট করেও কটাক্ষ করেছেন স্বস্তিকা। বেশ কয়েকবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের রোষের মুখেও পড়েছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ প্রসঙ্গে শ্রীলেখা দাবি করেছিলেন, বেশ কয়েকজন অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের সঙ্গে প্রেম করে কাজ পান। সেই অভিনেত্রীদের মধ্যে তিনি একাধিকবার স্বস্তিকার নাম নিয়েছিলেন।

তবে শ্রীলেখার নাম না করেই এই দিনের পোস্টে স্বস্তিকা ব্যঙ্গ করে লিখেছেন, ‘ওহ আর একটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধু প্রেমের উপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোতেও তা-ই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।’

পোস্টের শেষে সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা। এক সময় পরিচালক ও অভিনেত্রী সম্পর্কে ছিলেন। সম্পর্ক স্থায়ী হয়নি। কিন্তু সৌজন্য ও কাজের সম্পর্ক বজায় রয়েছে তাদের মধ্যে। তাই স্বস্তিকা লিখেছেন, ‘টেক্কা’ ছবির জন্য ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়। ‘এক্স=প্রেম’ ধরে নিয়ে কষব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102