শেরপুর সদরের বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক ও সংগঠক আলহাজ্ব নূরুল আমীন (খোকা মাস্টার) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ সোমবার বেলা সাড়ে বারোটা’র দিকে সদর উপজেলার চরশেরপুরে ইউনিয়নের যোগিনী মুড়া নামাপাড়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েক মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আলহাজ্ব নূরুল আমীন মাস্টার “সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র শেরপুর জেলা সভাপতি আলমগীর আল আমিন হারুনের পিতা। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, শিক্ষার্থীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ১০ টায় নিজ বাড়ির প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব নূরুল আমীন কর্মজীবনে শেরপুর ভিক্টোরিয়া একাডেমি, শেরপুরের ডা: সেকান্দার আলী কলেজ, রাজধানী ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি আখের মামুদ বাজারে শহীদ সেলিম মেমোরিয়াল একাডেমি, যোগিনীমুড়া নামাপাড়া মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন।
এদিকে আলহাজ্ব নূরুল আমীন মাস্টারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।