আলোচনায় আসার জন্য শনিবার প্রেসক্লাবের সামনে বিএনপি বিশৃংখল পরিবেশ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়েছিলো সংঘাতের ঘটনা ঘটুক, তাই মারমুখি অবস্থায় ছিলো। পুলিশের অনুরোধ না শুনেই তারা রাস্তা অবরোধ করে। আর পুলিশ জনগণের সুবিধা দেখেছে।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতির দায়ভার বিএনপির।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বিষয়ভিত্তিক আলোচনায় বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে গণমাধ্যমের বিকাশ ঘটছে। এ সময় তিনি আরও বলেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রী গণমাধ্যমের জন্য সহযোগিতার হাত প্রসারিত করেছেন।’