যথাযথ মর্যাদা ও নানান আয়োজনে রাজধানীর ‘আলোর মিছিল’ স্কুলে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস।
দিবসটি উপলক্ষে স্কুলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি পরিচালিত ছিন্নমূল শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম “আলোর মিছিল” স্কুলের মিরপুর শাখায় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন তেলায়ত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
সংস্থার চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমার নির্দেশনায় ভাইস চেয়ারম্যান জনাব শাহাদাৎ হোসেন মুন্না’র সভাপতিত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা।
স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনার করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
স্কুলের পরিচালক আনোয়ার ই শাহিদার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান জয়েস মামুন খন্দকার, সেলিনা আক্তার খানম, উপদেষ্টা গোলাম মাওলা, মহিলা বিষয়ক সম্পাদিকা লাকি, পরিচালক আরিফুর রহমান, কো-অর্ডিনেটর মো: সারোয়ার হোসেন জনি, মো: সুমন, সদস্য সালমা সহ সংস্থার আরও অনেকে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।