ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় গরুর খামারের আড়ালে ডাকাতি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত

একটি ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে আশুলিয়ায় গরুর খামারের আড়ালে ডাকাতি রহস্য উদঘাটন করেছে বলে দাবি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার দুপুরে জিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার মো. জাকির হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ৪১টি গরুসহ গ্রেপ্তার করা হয়েছে ছয় ডাকাতকে। আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের এই খামারেই রাখা হতো লুণ্ঠিত সব পশু। দিনের পর দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল এই চক্র।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি গাজীপুরের চক্রবর্তী এলাকায় দিনাজপুর থেকে আসা একটি ট্রাকের গতিরোধ করে ১৪টি গরু লুট করে ডাকাতরা। পরে এই মামলার সূত্র ধরেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সন্ধান পায় মূল হোতা সুমনের। তার মালিকানাধীন ‘সাদিয়া ডেইরি ফার্ম’ নামের ওই খামার থেকে উদ্ধার করা হয় ৪১টি গবাদি পশু। পরে সাভারের আশুলিয়া, গাজীপুর ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এরই মধ্যে ১৩টি গরু শনাক্ত করেছে পশুর মালিকরা। যাচাই-বাছাই করে অন্য গরুগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102