বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে বলিউডের গ্ল্যামার ও অভিনয়ে এগিয়ে থাকা অভিনেত্রীদের একজন তিনি। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে নির্মাতার পছন্দের শীর্ষে তিনি। দর্শকের কাছেও তার চাহিদা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় নির্মাতা কবির খানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় যুক্ত হলেন তিনি। এখানে তাকে দেখা যাবে প্রধান চরিত্রে।
সিনেমায় শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। এই প্রথমবার জুটি হয়ে পর্দায় আসতে চলেছেন কার্তিক ও শ্রদ্ধা।
এ বছর শ্রদ্ধার ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমায় প্রথমবার অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। বক্স অফিসেও সিনেমাটি বেশ সাড়া ফেলে। সেই সাফল্যের আনন্দ নিয়েই তিনি ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার কাজ শেষ করেছেন। সম্প্রতি সিনেমায় তার চরিত্র নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শ্রদ্ধা বলেন, ‘নতুন সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ করলাম। আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন এর সম্পর্কে। প্রথমবারের মতো নির্মাতা কবির স্যারের সঙ্গে আমি কাজ করছি। যার জন্য আমার উৎসাহটা একটু বেশি। কাজটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
‘সিনেমায় আমি প্রধান নারী চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটি একজন গৃহিণীর। যে তার স্বামী-সংসার নিয়ে সুখে থাকার জন্য নিজের জীবনের সকল ভালো লাগাকে বিসর্জন দিয়ে যায়। কিন্তু তাকে হঠাৎ পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরের গল্প জানতে অবশ্যই সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। তবে এটুকু বলতে পারি, এর আগে আমাকে এমন চরিত্রে দেখা যায়নি। এই চরিত্রে আমাকে দেখে সবাই অবাক হয়ে যাবে বলে আমার বিশ্বাস’Ñ যোগ করেন শ্রদ্ধা।
কার্তিকের সঙ্গে প্রথমবার জুটি বাঁধা নিয়েও কথা বলেন শ্রদ্ধা। তিনি বলেন, ‘আমি কার্তিকের সিনেমাগুলো আগ্রহ নিয়ে দেখি। তিনি অসাধারণ প্রতিভাবান একজন অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে। এ ছাড়া এই সিনেমায় ক্যাটরিনা কাইফও অভিনয় করেছেন। তারা দুজনই বর্তমান সময়ের বড় তারকা। আমার মনে রাখার মতো অভিজ্ঞতা হয়েছে। আশা করি সিনেমাটি বলিউড বক্স অফিসে ভালোই প্রভাব ফেলবে।’
চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে বলে জানা গেল। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন কবির খান। ২০২৪ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘চান্দু চ্যাম্পিয়ন’।