ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহ সদরে আসামি ধরতে গিয়ে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে তানজিল আল আসাদ (৪৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তানজিল আল আসাদ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি গাজীপুরের নুরুল হক প্রধানের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বিকালে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যান এসআই তানজিল। আসামি সম্পর্কে জানতে ওই বাজারের মানুষের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পুলিশের এসআই তানজিল আল আসাদের আকস্মিক মৃত্যুতে ময়মনসিংহে পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102