ads
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ময়ূখরঞ্জনকে একহাত নিলেন ঋত্বিক চক্রবর্তী মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর নির্যাতনের পর প্রবাসীর স্ত্রীর মাথার চুল কাটার অভিযোগ, শাশুড়ি গ্রেফতার বগুড়ায় ছাত্র অধিকার পরিষদ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদে ১৩ জন নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ হানি ট্র্যাপ: সুন্দরী তরুণীদের দিয়ে পাতা হচ্ছে প্রেমের ফাঁদ, রেহাই পাচ্ছেন না রাষ্ট্রদূতরাও আ. লীগের কারো চাকরি করার অধিকার নেই: ইকবাল হাসান মাহমুদ আটবার দল পরিবর্তন করলেন সাবেক সংসদ সদস্য শাহ জাফর গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৮৪, আহত ১৬৮ হাসিনার পতনের পরেও থামছে না যুবলীগ নেতার তাণ্ডব

আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৯ বিষয়ে একমত এনসিপি-মজলিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পঠিত

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির নিবন্ধন স্থগিত এবং সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপসহ ৯ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফতে মজলিস।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছায় এই দুই সংগঠন।

এসময় এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের নেতাদের মধ্যে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে খেলাফত মজলিসের প্রচার ও তথ্য সম্পাদক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঐকমত্যে পৌঁছানো দাবিগুলোর মধ্যে উল্লেখ রয়েছে – ১. চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন করতে হবে; ২. গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মত জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

৩. জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে; ৪. আলেম-ওলামাসহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে; ৫. সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩ শতাংশ) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; ৬. গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাতে হবে।

৭. ভারতের মুসলিম ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল করতে আহ্বান জানাতে হবে। ৮. ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করতে আহ্বান জানাতে হবে; ৯. মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ১৬:৩১
  • ১৮:২৮
  • ১৯:৪৭
  • ৫:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102