নিজস্ব প্রতিনিধিঃ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা।
শুক্রবার (০১ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
আনোয়ার-ই-তাসলিমা বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা ।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ।
প্রয়োজন এবং প্রিয়জনের সুরক্ষা, এ দুয়ের সমন্বয়ে অত্যন্ত সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিতভাবে দুঃসময়কে জয় করবো ইনশাআল্লাহ। খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।