ads
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি , স্মৃতি শক্তি ফিরে এসেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ জন‌্য তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিক‌্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এ তথ‌্য জানান।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। এ জন‌্য তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হবে।’

ওয়াহিদা খানমের ডান পাশ অবশ ছিল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে নাগাদ ঠিক হবে বা কতদিন লাগতে পারে সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এরজন্য যেসব ফিজিওথেরাপি প্রয়োজন, সেটা আমরা শুরু করে দিয়েছি। বাকিটা সময়ের ব্যাপার।’

ওয়াহিদা খানম কথা বলতে পারছেন, স্মৃতি শক্তি ফিরে এসেছে, পরিবারের খোঁজ নিচ্ছেন, সন্তানের খোঁজ খবর নিচ্ছেন, স্বামীর সঙ্গে কথা বলছেন বলেও তিনি জানান।

ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘জ্ঞানের দিক থেকে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরছেন। যেহেতু তার মাথায় অনেকগুলো আঘাত লেগেছে, তাই সেখানে ব্যাথা আছে। বাকি বিষয়গুলোতে অনেক উন্নতি হয়েছে।’

তিনি বলেন, ‘অপারেশন পরবর্তী ৭২ ঘণ্টার অবজারভেশন গতকাল রাতেই শেষ হয়েছে। তাই সকালে মেডিক‌্যাল বোর্ডের সব সদস্য বসে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম উপস্থিত ছিলেন।

গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ওয়াহিদা খানমকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102