জুলাই আন্দোলন চলাকালে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় নিহত রাসেল গাজী হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত। এছাড়া একই থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
ইনু ও পলককে গ্রেফতার দেখানো জন্য গত ২০ জুলাই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন। আর গত ৫ জুলাই মমতাজকে গ্রেফতার দেখানোর আবেদন করেন একই থানার উপপরিদর্শক মদন চন্দ্র সাহা। পরে আজ তাদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর শুনানি হয়। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেন।
ইনু ও পলকের মামলার সূত্রে জানা গেছে, গতবছরের ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় পুলিশ বক্সের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. রাসেল গাজী (২৭)। ওইদিন সকাল ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বিকাল ৫টায় সেখানে মারা যান। এ ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা হয়। এ মামলায় পলক এজাহারনামীয় ৪ নাম্বার ও ইনু ৭ নাম্বার আসামি।
মমতাজের মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওইদিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় গুলিতে আহত হন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ। ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কয়েকটি হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেছেন তারা। আর এ বছরের ১৩ মে মমতাজ গ্রেফতার করা হয়।