কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ (ইবি) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানায়, গণমাধ্যমে প্রকাশিত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে একটি ছাত্রসংগঠনের কর্মীরা দীর্ঘসময় ধরে শারীরিক, মানসিক নির্যাতন ও ভিডিও ধারণসহ হয়রানি করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। সেই সাথে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিও করেন সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হেনস্তার ঘটনা বেড়ে চলেছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই শিক্ষার্থীদের শান্তিময় শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার অনুরোধও জানায় সংস্থাটি।