ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

ইরফান পাঠানের প্রস্তাবে ফের মাঠে নামবেন দ্রাবিড়-শেহওয়াগ-ধোনিরা?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ১২ বার পঠিত

ব্যাট হাতে নামছেন বীরেন্দ্র শেহওয়াগ–গৌতম গম্ভীর জুটি। এরপর আসবেন একে একে রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। উলটোদিকে আবার বল হাতে তরুণ নভদীপ সাইনি কিংবা জসপ্রীত বুমরাহ। হ্যাঁ, অনেক ক্রিকেটপ্রেমীই হয়তো ফের একবার ব্যাট হাতে দেখতে চান লক্ষ্মণের কবজির মোচরে চার, যুবরাজের ফ্লিক, ধোনির হেলিকপ্টার শট, বীরুর মারকাটারি ব্যাটিং অথবা দ্রাবিড়ের সেই বিখ্যাত ডিফেন্স। অন্যদিকে, কেউ কেউ আবার জাহিরের (Zaheer Khan) সেই বিষাক্ত সুইংয়ের সাক্ষী থাকতে চান। এবার ক্রিকেটপ্রেমীদের সেই মনের কথাই প্রকাশ্যে বলে দিলেন ইরফান পাঠান। বিদায়ীম্যাচ না খেলেই অবসর নেওয়া ক্রিকেটারদের সঙ্গে বর্তমান ভারতীয় দলের একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত একটি পোস্টও করেন। সেখানে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে একটি একাদশও তৈরি করে ফেলেছেন তিনি।

ওই পোস্টে ইরফান লেখেন, ‘‌‘‌যেসমস্ত ক্রিকেটাররা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ না পেয়েই অবসর নিয়েছেন, তাঁদের একটি ফেয়ারওয়েল ম্যাচ হোক। এমন অনেকেই আছেন যাঁরা এটা চান। সেই সমস্ত প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ভারতীয় দলের মধ্যে যদি একটি চ্যারিটি তথা ফেয়ারওয়েল ম্যাচ হয়, তাহলে কেমন হয়?‌

এরপরই নিজের একাদশও বেছে নেন ইরফান। তাতে কোনও অধিনায়কের নাম না থাকলেও রাহুল, লক্ষ্মণ থেকে শুরু করে সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনির নামও রয়েছে। দেখে নিন ইরফানের সেই একাদশ– বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না (Suresh Raina), ইরফান পাঠান (Irfan Pathan), অজিত আগরকর, জাহির খান এবং প্রজ্ঞান ওঝা।

এদিকে, খবর ধোনির জন্য IPL–এর পর একটি ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করতে পারে বোর্ড। এখন দেখার বিসিসিআই ইরফানের এই পরামর্শই মেনে নেয় কি না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102