ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ইরানে চলতি মাসেই করোনার টিকা দেওয়া শুরু’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

চলতি মাসেই ইরানে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেছেন, আগামী দু’এক সপ্তাহের মধ্যেই তার দেশে মহামারী প্রতিরোধক টিকা কার্যক্রম শুরু হতে পারে। তিনি জানান, এ বিষয়টি নিয়ে তার সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। খবর আরব নিউজের।

দেশীয় টিকা উদ্ভাবনের আগে বিদেশি টিকাই ইরানিদের দেওয়া হবে বলে জানান রুহানি। তবে কোন দেশের টিকা দেওয়া হবে তা নিশ্চিত করেননি করোনায় মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির প্রেসিডেন্ট।

চলতি মাসের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে করোনার টিকা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তার ভাষায়– ওই দুটি দেশের টিকা তার দেশে সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। তার সঙ্গে সুর মিলিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বিদেশ থেকে নিরাপদ টিকা আমদানি করবে তার সরকার।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে শনিবার প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, চলতি মাসেই ইরানের টিকা কার্যক্রম শুরু করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা ঘোষণা দেওয়া হয়েছে। এটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।

প্রেসিডেন্ট রুহানি আরও জানান, চলতি বছরের বাকি দিনগুলোতে ইরানে করোনাভাইরাস-প্রতিরোধক তিনটি টিকা বাজারে আসবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, এসব টিকার কোনো কোনোটা সম্পূর্ণভাবে দেশে তৈরি, বাকিগুলো যৌথভাবে তৈরি। এর পাশাপাশি একটি বহুজাতিক কোম্পানি উৎপাদিত এক কোটি ৬০ লাখ কোভ্যাক্স টিকা গ্রহণ করবে ইরান। এ ছাড়া আরও বিভিন্ন জায়গা থেকে টিকা কেনার চেষ্টা করছে ইরান।

তিনি বলেন, দেশে উদ্ভাবিত টিকা হচ্ছে আমাদের জন্য সম্মান আর বিদেশের টিকা হচ্ছে আমাদের প্রয়োজন। দেশের টিকা বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসা পর্যন্ত বিদেশ থেকে টিকা আমদানি করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102