ads
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই কেবল লড়াই থামবে: ইরানি প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪ বার পঠিত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধই লড়াই অবসানের একমাত্র সমাধান।

শুক্রবার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা সর্বদা শান্তি ও শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরোপিত যুদ্ধের অবসানের একমাত্র উপায় হলো শত্রুর আগ্রাসনের ‘নিঃশর্ত অবসান’ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের দুঃসাহসিকতার অবসানের সুনির্দিষ্ট নিশ্চয়তা।

প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যদি ইসরায়েলি সরকারের আগ্রাসন বন্ধ না করা হয়, তাহলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেবে যার ফলে আক্রমণকারী দেশটিকে দেশটিতে আক্রমণ করার জন্য অনুতপ্ত হতে হবে।

ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে ইরানে হামলা চালায়। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিককে হত্যা করে।

ইরানের সামরিক বাহিনী এ হামলার পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি এর অংশ হিসেবে ২০ জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ১৬টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র:তাসনিম নিউজ এজেন্সি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102