সুনামগঞ্জ সদর প্রতিনিধিঃ আজ ২২ মার্চ ২০২২ তারিখ সকাল ১১:০০ টায় ইসলামিক ফাউন্ডেশন, সুনামগঞ্জের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি এবং র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ মহিউদ্দিন, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সুনামগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার-উল-হালিম সহ বিভিন্ন উপজেলা হতে আগত ইমাম-মোয়াজ্জিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ তিনজন ইমামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।