কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন- ৮ নম্বর ক্যাম্পের ৪৯/এইচ-ব্লকের কালা মিয়ার ছেলে সৈয়দ আলম প্রকাশ আবু সাদ প্রকাশ আব্বাস(৩৭)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে বালুখালী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকার রোহিঙ্গা জোবায়েরের চায়ের দোকানের উত্তর পার্শ্বে থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব এর নেতৃত্বে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এসময় গ্রেফতার রোহিঙ্গার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোমরের ডানপাশে গোঁজানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল যার ম্যাগজিনে ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।