ছোট্ট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামছেন আলফোন্সো ডেভিস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখের অন্যতম বড় অস্ত্র ১৯ বছর বয়সী এই ফুটবলার।
পথটা কি এতোটা মসৃণ ছিল? ইউরোপ সেরার ফাইনালে পৌঁছানোর সংগ্রামের চেয়েও ডেভিসের জীবন সংগ্রামটা যে আরো কঠিন!
লাইবেরিয়ান দম্পতির কোলে জন্ম। গৃহযুদ্ধ এড়াতে বাবা ডেবিয়াহ এবং মা ভিক্টোরিয়া পালিয়ে বেড়ান। আশ্রয় হয় আফ্রিকান দেশ ঘানার উদ্বাস্তু শিবিরে। সেখানেও টিকতে পারেননি বেশিদিন। জীবন বদলাতে পাড়ি জমান আটলান্টিক মহাসাগরের ওপারে। চলে যান উত্তর আমেরিকার দেশ কানাডায়। সেই গল্পটায় শোনা যাক আজ।
বাবা ডেবিয়াহ বলেন, সেসময় বাঁচতে হলে বন্দুক কাঁধে নিয়ে ঘুরতে হতো। আমরা সেটি করতে কোনভাবেই রাজি ছিলাম না। সেখানকার চিত্র ছিল রীতিমতো ভয়ঙ্কর।