জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই।
আজ (রোববার) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
এদিকে তাঁর মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র চেয়ারম্যান ও সৃষ্টিবার্তা ডটকম’র প্রকাশক আনোয়ার-ই-তাসলিমা।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৬ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। তিনি ফুসফুসে সংক্রমণসহ, কিডনি জটিলতায় ভুগছিলেন।
১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি আজ মারা গেলেন। তিনি ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুর চলে আসেন।