একাত্তর টেলিভিশনকে বর্জনের ডাক দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুুর। আর এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। এছাড়া এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
গতকাল (১৪ অক্টোবর), এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজসি)। বিজেসি মনে করে যে কোন নির্যাতনের ঘটনায় অভিযুক্তেরও অধকিার আছে আত্মপক্ষ সমর্থনের।
সাংবাদিকতার নীতি মেনেই তা প্রকাশ করা হয়। সে নীতি মেনেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুুরের বিরুদ্ধে আনা ধর্ষণে সহযোগিতা ও নির্যাতিত নারীর প্রতি দেয়া অবমাননাকর বক্তব্যের ব্যাপারে তার বক্তব্য জানতে একাত্তরের পক্ষে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো।
কিন্তু নুর বক্তব্য না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাংবাদিকের ফোন নাম্বার প্রকাশ করেন। যার ফলে নুরের অনুসারীরা ওই নাম্বারে লাগাতার কল করে অশ্লীল গালিগালাজ করছে। এছাড়াও একইসাথে একাত্তর টিভিকে বর্জনের ডাক দিয়ে ফেসবুক পেইজও খোলেন তারা।
বিজেসির পক্ষ থেকে নুর ও তার অনুসারীদের এসব ঘটনায় ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে।