ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

এক ঘণ্টার ভারি বর্ষণে তলিয়ে গেল চট্টগ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৬২ বার পঠিত

চট্টগ্রামে এক ঘণ্টার ভারি বর্ষণে তলিয়ে গেছে নগরীর অনেক জায়গা। এতে দুর্ভোগে পড়েন ঈদের নামাজ পড়তে আসা মুসুল্লিরা।

মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস। ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মধ্যরাতে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারি বর্ষণে জলজটের সৃষ্টি হয় নগরীর শুলকবহর, প্রবর্ত্তক মোড়, কাতালগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়াসহ নিচু এলাকাগুলোতে। বৃষ্টিতে কিছু সড়ক আর গলি তলিয়ে যায় কোমর সমান পানিতে।

ভারী বর্ষণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

চট্টগ্রাম শহরের জলজট নিরসনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে শুরু হওয়া মেগা প্রকল্পের কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে অর্ধেক।

চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, এখনে আরো এক বছর লাগবে। তবে জোয়ারের পানি যেন না আসে এবং না জমে এই কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে, ভারি বৃষ্টিতে ধসের আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102