চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত এক বছরে ১৯৭ কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণ আমদানি হয়েছে। মোট স্বর্ণ আমদানির পরিমাণ ১০ হাজার কেজি ৬৩ গ্রাম। স্বর্ণের বার ও স্বর্ণালংকার হিসেবে এসব স্বর্ণ আমদানি হয়েছে।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাগেজ রশিদের মাধ্যমে নয় হাজার ৭৯৭ কেজি স্বর্ণের বার আমদানি হয়েছে। এসব স্বর্ণ আমদানি বাবদ ১৬৯ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টমস। ব্যাগেজ রশিদের মাধ্যমে স্বর্ণালংকার আমদানি করা হয়েছে নয় কেজি। অলংকার আমদানি খাতে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব পেয়েছে এক কোটি ৪০ লাখ টাকা।
পাশাপাশি ডিটেনশন মেমো বা ডিএমকৃত স্বর্ণের বার ও স্বর্ণালংকার আমদানি হয়েছে ৪৪ দশমিক ৭৫ কেজি। এসব স্বর্ণ ছাড় করার পর শুল্ককর পাওয়া গেছে ২৭ কোটি টাকা। বিমানবন্দরে সাময়িকভাবে আটক স্বর্ণগুলোকে ডিএমকৃত (ডিটেনশন মেমো) স্বর্ণ বলা হয়।