এক বছর ধরে শুটিংয়ের বাইরে চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সর্বশেষ গত বছর একটি লেডি অ্যাকশনভিত্তিক সিনেমায় অভিনয় করেন তিনি। নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। তারকাবহুল এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেসি, রেবেকা রউফ প্রমুখ। যেটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তবে এরপর আর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তবে কী কারণে নতুন সিনেমা হাতে নেননি সে প্রসঙ্গে মুখ খুললেন রেসি।
তিনি বলেন, এখন যে সিনেমাগুলো হচ্ছে তার মধ্যে কতটা ভালোমানের তা নিয়ে আমার সংশয় আছে। ইচ্ছে করলে তো প্রচুর কাজ করা যায়। প্রতিটা দিন ব্যস্ত থাকা যায়। তবে আমি মনে রাখার মতো কাজ করতে চাই। গড়পড়তা কাজ করতে আগ্রহী নই। করবোও না। শত শত নয়, ভালোমানের একটা কাজই করতে চাই যেটা মানুষ মনে রাখবে। তাই মনের মতো চরিত্র বা গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাই না। এদিকে, ওটিটি প্ল্যাটফরমে কাজ করার ইচ্ছে আছে রেসির। এখন ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। কয়েকটা কাজ দেখলাম ভালো লাগলো বেশ। উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রেসির। এরপর এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। রেসি অভিনীত ছবির সংখ্যা ৪০টিরও বেশি।