২৬ শে আগস্ট মা হয়েছেন নুসরাত জাহান। এক মাসের ছেলেকে সামলেই ছবির শুটিং শুরু করে দিলেন তিনি। শুক্রবার থেকে সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’-র অংশ হয়েছেন নুসরাত। এদিন লাল সালোয়ার কামিজ আর সোনালি দুপাট্টায় দেখা মিলল ঈশানের মা্ম্মার। নুসরাতের এই কামব্যাক নিয়ে বেজায় এক্সাইটেড তার টিমও। রেড ভেলভেট কেক কেটে এই কামব্যাক সেলিব্রেট করতে দেখা গেল নুসরাতকে। ভ্যানিটির ভিতরে বসেই কেক কাটলেন নায়িকা। গত বছর অক্টোবরে ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিং সেরেছিলেন নুসরাত।
এরপর বহু বিজ্ঞাপনী শুট সেরেছেন নায়িকা। কিন্তু ছবির শুটিংয়ে দেখা যায়নি। বক্স অফিসে নুসরাতের শেষ রিলিজ ছিল গত ফেব্রুয়ারির ‘ডিকশনারি’। সেই ছবির প্রিমিয়ারে যশ দাশগুপ্তর হাত ধরেই পৌঁছেছিলেন তিনি। গত বছর পূজায় মুক্তি পেয়েছিল যশ-নুসরাত অভিনীত ‘এসওএস কলকাতা’, সেই ছবির শুটিং চলাকালীনই প্রেম সম্পর্কে জড়ান দুজনে।