ডেঙ্গু রোগের জন্য দায়ী এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় রাজধানীর গুলশানে নাভানা টাওয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আড়াই মাসের ব্যবধানে বহুতল ভবনটিতে গিয়ে পরিস্থিতির কোনো উন্নতি দেখতে না পেয়ে হতাশ উত্তর সিটির কর্মকর্তারা। এর আগে, গত আগস্টে একই কারণে নাভানা টাওয়ার কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
ডিএনসিসি’র নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল বাকী জানান, নাভানা টাওয়ার কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করে জনস্বাস্থ্যবিরোধী কাজ করেছে। তাই এবার আর জরিমানা করা হয়নি। সরাসরি মামলা করা হয়েছে। বিচারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আদালত।
এদিকে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে চলতি বছর পঞ্চম দফায় দ্বিতীয় দিনের মতো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উত্তর সিটি। দশ দিনের কর্মসূচির আওতায় ৫৪টি ওয়ার্ডেই প্রতিদিন তিন ঘণ্টা এ অভিযান পরিচালিত হচ্ছে।