কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে জমি রেজিস্টেশনের ঘটনায় জড়িত ব্যক্তি, ভুক্তভোগী ও ইস্যুর সাথে জড়িত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করছেন নির্বাচন কমিশন- ইসি গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কর্মকর্তারা।
ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল তিন দিনব্যাপী ৩৮ জনকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।
রোববার (৪ অক্টোবর) প্রথম দিনে এনআইডি জালিয়াতির সঙ্গে যুক্ত ৬ ব্যক্তি, ভুক্তভোগী পরিবার ও যে সকল জনপ্রতিনিধির দেয়া প্রত্যায়নপত্র বা সুপারিশে এটি ইস্যু করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথমদিনে অভিযুক্ত ছয় জনের ২ জন জেলহাজতে থাকলেও বাকি চার জনের কেউ তদন্ত প্রতিনিধি দলের কাছে আসেননি।
জানা গেছে, যেসব জনপ্রতিনিধির সাক্ষর ও সুপারিশ নিয়ে এ জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছে তাদের অনেকেই অনুপস্থিত রয়েছেন।
এনআইডি জালিয়াতি করে এ চক্রটি কুষ্টিয়া শহরের এক ব্যবসায়ীর প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ।