অর্চিতা স্পর্শিয়া। যিনি ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের শুটিং নিয়ে।
অভিনয়ের পাশাপাশি এবার অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেপ স্পর্শিয়া’ নামের পেজে ঘুমানোর সময় পরার জন্য মেয়েদের নানা ধরনের পোশাক পাওয়া যাবে।
এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, নতুন বছরে ভক্তদের জন্য ঘুমানোর সময় ব্যবহার উপযোগী পোশাক নিয়ে এসেছি। আমার পেজে বিভিন্ন রকমের স্লিপওয়্যার পাওয়া যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আশা করছি ভালো রেসপন্স পাব। নতুন বছরে ভালো কিছু কাজ করে যেতে চাচ্ছি।
অভিনেত্রী স্পর্শিয়া ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’ নামের সিনেমায় অভিনয় করে দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ তিনি ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এই সিনেমায় কিছু সংলাপ নিয়ে বির্তকে জড়াতে হয় স্পর্শিয়াকে। যদিও এসব সংলাপ নিয়ে স্পর্শিয়ার আপত্তি ছিল। তবে পুলিশকে হেয় করার মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এর পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা।