গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য আগামী ১০ মে নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন আজ রোববার এ তারিখ ধার্য করেন। গণমাধ্যমকে এ তথ্য জানান খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আজ আদালতে উপস্থিত হতে পারেননি। তাই তাঁর আইনজীবী আদালতে সময়ের আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনবিষয়ক শুনানির নতুন তারিখ দেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দেয়। এ মামলার সাত আসামি মারা গেছেন। তাঁদের বাদ দিলে এখন মামলার আসামি ১৭ জন।
খালেদা জিয়া ইতিমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পেয়েছেন।
দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে তাঁকে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। তিনি এখন বাসায় আছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন।