ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার গান গাইলেন চিত্রনায়িকা মুনমুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

চিত্রনায়িকা মুনমুন এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি বাউলা মাইয়া নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি আজ বুধবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান।

গত ২৫ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন মুনমুন। তার অভিনীত শতাধিক ছবি মুক্তি পেয়েছে। অ্যাকশন ধারার ছবিতে অভিনয় করে অল্প দিনেই দর্শকদের নজরে পড়েন তিনি। ১৯৯৬ সালে মৌমাছি ছবির মাধ্যমে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রে। এরপর এক এক করে ছবিতে কাজ করে গেছেন। অশ্লীল ছবিতে অভিনয়ের জন্য মুনমুনকে নানা জায়গায় বিতর্কিতও করা হয়।

ছোট বেলায় মুনমুন গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সেই সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে বাউলা মাইয়া গানের মাধ্যমে তার সেই স্বপ্ন পুরন হলো।

মুনমুন গানটি গাওয়ার পর প্রথম বারের মতো নিজের গানে নিজে ঠোট মিলিয়ে ভিডিও দৃশ্য অভিনয় করেন। মুনমুন বলেন, ‘এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে আমি ঠোট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোট মেলানোতে অন্যরকম অনুভূতি লাগছে।’ তিনি আরো বলেন, ‘প্রথম বারের মতো গান গেয়েছি। শ্রোতা দশকদের যদি ভাল লাগে আরো গাওয়ার আশা রাখছি। সবার কাছে দোয়া চাই।’

বাউলা মাইয়া গানের কথায় রয়েছে – আউলা কেশের পাগল বেশের বাউলা মাইয়া/ ডাকছে তোরে দেখনারে তুই এদিক চাইয়া/তোর পরাণে ঢেউ উঠিবে থাকবিরে তাকাইয়া/কষ্ট যতো আছেরে তোর ভুলবি অমায় পাইয়া/ওরে যুবক ডাকছি তোরে আয় না ঘরে

সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও চিত্র পরিচালানায় ইয়ামিন ইলান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102