বাংলাদেশে আরও বেশি যাত্রী পরিবহনের লক্ষ্যে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ভারতীয় এয়ারলাইন ইন্ডিগো। ৮০টিরও বেশি গন্তব্যে বাংলাদেশ থেকে যাত্রী নিতে সপ্তাহে ২৪টি ফ্লাইট পরিচালনা করছে এই এয়ারলাইন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইনটি।
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সংযোগ জোরদার করতে গত ১৮ এপ্রিল হায়দ্রাবাদ–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করে ইন্ডিগো। এয়ারলাইনটি ঢাকা থেকে হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি এবং কলকাতা হয়ে ভারত ও এশিয়ার ৮০টি গন্তব্যের যাত্রী পরিবহন করবে। এর ফলে ভারত হয়ে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্য বাংলাদেশিদের যাতায়াত বৃদ্ধি পাবে।
ইন্ডিগো ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, দাম্মাম, আবুধাবি, দুবাই, দোহা, কুয়েত, সিঙ্গাপুর, হ্যানয়, হো চি মিন সিটি, ফুকেট, ব্যাংকক, কুয়ালালামপুর, কলম্বো এবং মালে’র মতো অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্যের যাত্রী পরিবহন করছে।
ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড রেভিনিউ অফিসার সঞ্জয় কুমার বলেন, ভারতের হাবকে বাংলাদেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক রাজধানীতে সংযুক্ত করে নতুন ফ্লাইট চালু করতে পেরে আমরা আনন্দিত। ঢাকার ভ্রমণকারীরা এখন ইন্ডিগোর মাধ্যমে ৮০টিরও বেশি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই ফ্লাইটগুলো উভয় দেশে ভ্রমণ এবং চিকিৎসা পর্যটনের প্রসার ঘটাবে।