ads
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

এবার সিলেটে ব্যালটসহ দুই সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৬ বার পঠিত

নৌকা প্রতীকে সিলমারা ব্যালট পেপারসহ সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সাদমান সাকিব ও রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সীমান্তবর্তী কাজলসার ইউনিয়নের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুই কর্মকর্তা থানা হাজতে রয়েছেন। স্থগিত করা হয়েছে ওই ইউপির নির্বাচন।

সংশ্লিষ্টরা জানান, সাদমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। হঠাৎ করে বিকেলে ব্যালট পেপারের সংকট দেখা দেয়। এরপর সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে তারা দ্রুত উধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করেন। বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীন রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব ও আরিফুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যৌথ অভিযান চালান।

অভিযানে তাদের গাড়ি তল্লাশি করে নৌকা প্রতীকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। এরপর কাজলসার ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

বুধবার সন্ধ্যায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন দুই নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102