ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

এবার ৮৫ কোটি টাকার সাপের বিষসহ পাঁচ পাচারকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে এবার ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে ওই থানারন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরা থানা এলাকা থেকে এবার ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে আটককৃদের পরিচয় জানা যায়নি। তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জনকে আটক করা হয়েছিল। ওই সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশকে সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102