দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টা মামলার ২ আসামিকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিশির কুমার বসু এ আদেশ দেন।
এরআগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার দুই আসামি নবিরুল ও সান্টুকে আদালতে আনা হয়। এসময় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এদিকে, প্রধান আসামি যুবলীগ কর্মী আসাদুলের ভাই শাওন ও বাগানের মালি সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।