নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। বিশেষ দিবসগুলোতে টিভি নাটকেও থাকে তার উপস্থিতি। তবে অভিনেত্রী এবার আসছেন ডিজিটাল প্ল্যাটফরমে। এরইমধ্যে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। ‘সিক্স’ নামের এই সিরিজের মধ্যদিয়ে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন মৌ। এতে আরো অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, সোহেল মণ্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারিসহ অনেকে। এটি পরিচালনা করেছেন তানিম পারভেজ। ছয় পর্বের এই ওয়েব সিরিজটি আসছে এপ্রিলে ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে।
ওয়েব ফিল্মটি নিয়ে মৌ বলেন, সবকিছু এখন এগিয়ে যাচ্ছে। ওটিটি বিনোদনের নতুন একটি মাধ্যম। এই মাধ্যম আমাদের আরো জনপ্রিয় হবে। তাই এখানে ভালো কাজের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে কাজটি করেছি দর্শকরা পছন্দ করবেন বলেই বিশ্বাস। এদিকে মৌ সম্প্রতি চার বছর পর আবারো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে। ‘ঘোর’ শিরোনামের একটি নাটকে দেখা তাদের। অসম প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করেছেন মিলন নিজেই। এই নাটকের মাধ্যমে মৌ প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে নাচ মৌয়ের সবচেয়ে প্রিয়। সম্প্রতি আরটিভি স্টার অ্যাওয়ার্ড ও লন্ডন হাইকমিশনের একটি অনুষ্ঠানসহ বেশকিছু স্টেজ শো করেছেন তিনি।