ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কখনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি, দাবি ময়ূরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত
মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী

বাংলা চলচ্চিত্রের অশ্লীলতা যুগের নায়িকাদের অন্যতম মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী। ক্যারিয়ারের শুরু থেকেই রুপালি পর্দায় তার উপস্থিতি ছিল বিতর্কিত। শাকিব খান, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, শাহীন আলম, মেহেদীর মতো নায়কদের সঙ্গে তিনি কাজ করেছেন।

একসময় সরকার অশ্লীল সিনেমার বিরুদ্ধে পদক্ষেপ নিলে অন্যদের মতো হারিয়ে যান ময়ূরীও। ২০০৭ সালের পরে তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। আজও তাকে অশ্লীল নায়িকা হিসেবেই বিবেচনা করেন এ দেশের সিনেপ্রেমী দর্শক। যদিও সে সম্পর্কে তিনি এতদিন চুপই ছিলেন।

অবশেষে সিনেমায় নিজের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন ময়ূরী। সম্প্রতি এই নায়িকা দাবি করেছেন, তিনি কখনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি। সিনেমার পর্দায় যে দৃশ্যগুলো দেখানো হতো, সেগুলো তখনকার পরিচালক-প্রযোজকরা জোড়াতালি দিয়ে দেখাতেন বলে উল্লেখ করেন তিনি।

চলচ্চিত্রে উপেক্ষীত ময়ূরী বর্তমানে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত। করোনার জেরে ঘোষিত লকডাউনে তিনি ঘরবন্দি দিন কাটাচ্ছেন। তাই অবসর সময়ে টিকটক ভিডিও বানান একসময়ের আলোচিত-সমালোচিত এ নায়িকা। সম্প্রতি সেই টিকটক ভিডিওতেই তিনি তার ক্যারিয়ারের বিতর্ক নিয়ে কথা বলেছেন।

ময়ূরীর ভাষায়, ‘আমার সব ভক্ত কিংবা যারা আমাকে পছন্দ করেন না, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আসলে কখনো এভাবে বলা হয়নি। আমি কখনো অশ্লীলতা করিনি। নির্মাতা-প্রযোজকরা কাটপিস লাগিয়ে শুটিংগুলো করেছে। আপনারা যে যা দেখেছেন, আমাকে ভুল বুঝবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি কখনোই এতো বাজে কিছু করিনি, যেটা সমাজের মানুষ দেখতে পারবে না। আমিও তো সেই সমাজেই বাস করি। তবে হ্যাঁ, আমি করেছি। কিন্তু এতোটাও খারাপ কিছু করিনি।’

মাহমুদ নামে এক প্রযোজকের হাত ধরে ১৯৯৮ সালে চলচ্চিত্রে আসেন ময়ূরী। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী। তার অভিষেক ছবির নাম ‘মৃত্যুর মুখে’। এক দশকের ক্যারিয়ারে ৩০৯টির মতো ছবিতে অভিনয় করেছেন ময়ূরী। যেগুলোর বেশির ভাগই অশ্লীলতা ও নগ্নতায় ভরপুর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102