ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম

কদমতলীতে চোরাই মালামাল ও মাদকসহ গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

রাজধানীর কদমতলীর মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ও মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন– মো. হীরা (৩৪), মো. রকি খন্দকার (২৫), মো. জাহিদুল ইসলাম (৩০), মো. ফয়সাল দেওয়ান রানা (৩০) এবং মোসাঃ পিয়ারা বেগম (৩৮)।

এ সময় তাদের কাছ থেকে ২৬ ভরি ৮ আনা স্বর্ণ, ৬৮ ভরি ৪ আনা রূপার অলংকার, ২৭ টি পুরাতন মোবাইল, সিটি গোল্ডের কিছু অলংকার, তালা ভাঙ্গার সরঞ্জামাদি, ৩৫টি শাড়ী, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন ৫ পুড়িয়া ও ১০০ গ্রাম গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার কদমতলী থানার মুরাদনগর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগর নোয়াখালী পট্টির একটি বাসায় অভিযান করে নগদ টাকা, চোরাই মালামাল ও মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা কদমতলী থানাসহ ঢাকার বিভিন্ন স্থানে চুরি করে। উদ্ধারকৃত চোরাই মালামাল সমূহ বিভিন্ন স্থান হতে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রাখে। চুরির পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত মাদক ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করার জন্য তাদের হেফাজতে রাখে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় দুটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102