চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একশর বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহত ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
তাদের চিকিৎসায় প্রয়োজন রক্ত।
আর আহত এসব ব্যক্তিদের প্রাণে বাঁচানোর জন্য রক্ত দান করতে রক্তাদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্ট।
চট্টগ্রামের সিভিল সার্জন আশপাশে থাকা সকল ডাক্তারদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দ্রুত চট্টগ্রাম মেডিকেলে চলে আসেন। কারণ আহতদের চিকিৎসা দিতে পর্যাপ্ত ডাক্তারের প্রয়োজন।
জানা গেছে, ইতিমধ্যে হাসপাতালের বার্ন ইউনিট পরিপূর্ণ হয়ে গেছে।
হাসপাতালে একের পর এক আহত ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্স, প্রাইভেট গাড়ী, সিএনজিতে করে নিয়ে আসা হচ্ছে। আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।