সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী হয়েছেন। রোববার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
রুমিন ফারহানা জানান, টেস্টের রির্পোটে করোনা নেগেটিভ এসেছে।
এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করোনা নেগেটিভের কথা উল্লেখ করে বিএনপির এই সাংসদ বলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমি এখন করোনামুক্ত।
এর আগে গত ১১ আগস্ট বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার করোনা পজেটিভ শনাক্ত হয়।