বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে মহেশ বাবু নিজেই খবরটি নিশ্চিত করেন।
তিনি তার পোস্টে লিখেন, ‘সব ধরনের সাবধানতা হ্ওয়া সত্ত্বেও আমার করোনার পজিটিভ এসেছে। আমার মধ্যে হালকা উপসর্গ আছে। আমি নিজেকে নিজের ঘরে আইসোলেট করেছি। একই সঙ্গে চিকিৎসা–সংক্রান্ত সব নিয়ম মেনে চলছি।
আমার অনুরোধ, আমার সংস্পর্শে যারা যারা এসেছেন, তারা নিজেদের টেস্ট করিয়ে নিন। আর যারা এখন পর্যন্ত টিকা নেন নি, তারা যেন টিকা নিয়ে নেন। তাহলে আমরা হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা কম করতে পারি। অনুগ্রহ করে করোনা– সংক্রান্ত নিয়মাবলি মেনে চলুন, আর সুরক্ষিত থাকুন।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংরেজি নববর্ষ উদযাপন করতে পরিবার নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন মহেশ বাবু। ছুটি কাটিয়ে সম্প্রতি সপরিবারে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি করোনা পরীক্ষা করান, তাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী ও সন্তানদের রিপোর্ট এখনো আসেনি।
গত বছর জুন মাসে মহেশ বাবু নিজের ফাউন্ডেশন আর অন্ধ্র হাসপাতালের মাধ্যমে টিকাকরণ অভিযান করেছিলেন। অন্ধ্রপ্রদেশের বুরিপলেমের মানুষদের টিকা দেওয়া হয়েছিল। মহেশ বাবুর স্ত্রী অভিনেত্রী নম্রতা শিরোদকর এই টিকাকরণ অভিযানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
সম্প্রতি পুরো বিশ্বেই আবারও করোনার সংক্রমণ বেড়েছে। ভারতে মহামারী করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে প্রতিদিনই লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিনোদন পাড়াতেও এর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন করোনায়।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। কারিনা কাপুর, জন আব্রাহাম, অর্জুন কাপুর, একতা কাপুর, সোনম কাপুর, নোরা ফাতেহি, প্রেম চোপড়া, মৃণাল ঠাকুর, অমৃতা অরোরা, অর্জুন বিজলানি, বরুণ সুদ, সনু নিগম, দেব, জিৎ গাঙ্গুলি, রুক্মিণী মৈত্রসহ আরও অনেকেই। তবে তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন।