ads
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান। আইরা বর্তমানে কলকাতায় আছে।

মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়ে বৃহস্পতিবার মিথিলা ফেসবুকে লিখেছেন— ‘মেয়েটার গত তিন দিন জ্বর ছিল দেখে পরীক্ষা করিয়েছিলাম। বুধবার করোনা পজিটিভ ধরা পড়েছে তার। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে সে।’
আইরার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান মিথিলা।

এর আগে গত শনিবার নিজের করোনা আক্রান্তের খবর জানান সৃজিত। টুইট করে সৃজিত জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি আইসোলেশনে আছেন। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
অর্থাৎ সৃজিতের সংস্পর্শে এসেই আইরা আক্রান্ত হয়েছে বলে ধারণা।

জানা গেছে, সৃজিত করোনা আক্রান্ত হওয়ার পর মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন মিথিলা। সবাই এখন আলাদা থাকছেন। তাদের সেবা করছেন মিথিলা।

উল্লেখ্য, গত এক সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। তারই প্রভাব পড়েছে টালিউডেও। করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলার একমাত্র সন্তান আইরা। ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৭ সালের জুলাইয়ে বিচ্ছেদ হয় তাদের। এর পর মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জিকে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তারা।

বিয়ের পর কলকাতায় থাকছেন মিথিলা। মায়ের সঙ্গে আইরাও থাকেন কলকাতায়। আইরা কলকাতার একটি স্কুলে পড়াশোনা করছেন। সৃজিতের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102