টালিউড ও বলিউডে একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। আজই মহামারি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। এরপর আবার খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন ওপার বাংলার পরিচালক ও অভিনেতা সৃজিত মুখার্জি।
শনিবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া টুইটারে এক টুইট বার্তায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান পরিচালক সৃজিত।
তিনি জানান, করোনায় আক্রান্ত আমি। নিজেকে সবার থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে তারা নিজেদের করোনা পরীক্ষা করাবেন।
এছাড়া তিনি দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং তার মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। আর তিনি কোয়ারেন্টিনে রয়েছেন বাড়িতে।
টালিউডে ইতোমধ্যে ঋতাভরীর বোন চিত্রাঙ্গদা করোনা আক্রান্ত হয়েছেন। আর বলিউডে কারিনা কাপুর, অর্জুন কাপুর ও নোরা ফাতেহির মতো তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন।