বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অভিনেত্রী নিজেই তার শারীরিক অবস্থার কথা জানান। একইসঙ্গে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান নোরা।
নোরা ফাতেহি ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, দুর্ভাগ্যবশত তিনি করোনার সঙ্গে যুদ্ধ করছেন। এটি সত্যিই কাবু করে দিয়েছে তাকে। গত কয়েকদিন ধরে শয্যাশায়ী তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি ভক্ত-অনুরাগীদের জন্য লিখেন, সবাই সাবধানে থাকুন, মাস্ক পরুন। খুব দ্রুত করোনা ছড়াচ্ছে, সবাই আক্রান্ত হতে পারে। নিজের স্বাস্থ্য ছাড়া কিছুই গুরুত্বপূর্ণ নয়। নিজের প্রতি যত্ন নিন।
এদিকে নোরার একটি ইভেন্টে অংশ নেয়ার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এ কারণে ভক্ত-অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি করোনা আক্রান্ত হয়েও ইভেন্টে হাজির হয়েছিলেন নোরা।
বিষয়টি নিয়ে নোরার মুখপাত্র জানান, নোরা ফাতেহি দু’দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরের অবস্থা খারাপ ছিল। গত দু’দিন তিনি বাড়ি থেকেই বের হননি। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি পুরোনো। কোনো এক কারণে ছবিটি হঠাৎ করেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সূত্র: জিনিউজ